Fuad — Ektai Amar Tumi

|

Текст песни с аккордами

    	    	Вступление

Song: Ektai Amar Tumi
Artist: Fuad


(A)একটাই আমার তুমি(C#m) কেন বোঝনা
(A)তুমি আমার (B)হৃদয়ের প্রাণ(A)প্রতিমা 
(A)একটাই আমি যে তোমার(C#m) চেয়ে দেখনা
(A)আমি তোমার(B) রোদেলা দিনে শান্ত (A)ছায়া।
এ(E) মন মন্দি(C#m)রে  (A)তুমি আমার(B) প্রার্থনা
এ (C#m) বদ্ধঘরে(A) তুমি (B)দখিনা (E)হাওয়া।
একটাই(C#m) আমার তুমি কেন(A) বোঝনা
(C#m)তুমি আমার (A)জীবনের প্রাণপ্রতিমা(E)…..C#mA….B…

(B)প্রতি রাত ভাবি(E) বলবো তোমায়,(A) বলা হয়না(B)
(B)কে কখন কিভাবে (E)কার দোষে(A) কেউ জানেনা(B)
(C#m)চল সব দ্বিধা (A)ভুলে(E) খুলি মনের জানালা(B)।
(C#m)একটাই আমার তুমি(A) কেন বোঝনা
(C#m)তুমি আমার (A)হৃদয়ের প্রাণপ্রতিমা(B) 

দিন চলে যায় সুখের আশায়, সেতো আসে না
আসবে কেমনে যদি বন্দী করে রাখো তারে, কেনো বোঝো না
চল সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা।
একটাই আমার তুমি কেন বোঝনা
তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা ।
একটাই আমি যে তোমার চেয়ে দেখনা
আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া।
এ মন মন্দিরে তুমি আমার প্রার্থনা
এ বদ্ধ ঘরে তুমি দখিনা হাওয়া।
একটাই আমার তুমি কেন বোঝনা
তুমি আমার জীবনের প্রাণপ্রতিমা ।

		
    

Клип

Видео пока не добавлены

Правильные слова песни, бой

Табулатуры аккордов

Аккорды

Похожие записи